Calcutta High Court

তদন্তে ফিরলেন অপসারিত ইডি কর্তা, ভর্ৎসনা করে সরিয়েছিলেন বিচারপতি সিংহ, ফেরালেন তিনিই

ইডি যে রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছিল আদালতে, সেই অনুরোধ মঞ্জুর করলেন বিচারপতি সিংহ। সঙ্গে জানিয়ে দিলেন, রাজ্যের সব মামলায় তদন্ত করতে পারবেন মিথিলেশকুমার মিশ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১৩:৫৩
Share:

বিচারপতি অমৃতা সিংহ।

নিয়োগ-সহ রাজ্যের সমস্ত মামলা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। এ বার তিনিই ইডির আবেদন মঞ্জুর করে অপসারিত ইডির সেই সহকারী অধিকর্তা মিথিলেশকুমার মিশ্রকে রাজ্যের সমস্ত তদন্তে ফেরালেন।

Advertisement

ইডির সহকারী অধিকর্তা মিথিলেশকুমার মিশ্রের বিরুদ্ধে বিচারপতি অমৃতা সিংহের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য হাই কোর্টে আর্জি জানিয়েছিল ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি সিংহ জানান, রুদ্ধদ্বার শুনানি হবে। শুনানি কক্ষে পক্ষ এবং বিপক্ষের আইনজীবী ছাড়া কেউ থাকতে পারবেন না। তার পর শুক্রবার দুপুরে এই শুনানিতে ইডির আবেদন মঞ্জুর করেন বিচারপতি সিংহ। নিয়োগ-সহ সমস্ত মামলায় ফেরানো হল ইডির সহকারী অধিকর্তাকে। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অংশ নিয়েছিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর। তিনি জানান, মিথিলেশ দক্ষ অফিসার। তিনি সঠিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।

গত ২৯ সেপ্টেম্বর মিথিলেশকুমারকে রাজ্যের সমস্ত মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। তার আগে ২৫ সেপ্টেম্বর এই মামলায় বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন মিথিলেশ। হাই কোর্টের নির্দেশে তৃণমূল সাংসদ অভিষেকের সম্পত্তির বিবরণ আদালতে জমা দিয়েছিল ইডি। সেই বিবরণ নিয়েই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিংহ। ইডির বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান আধিকারিক মিথিলেশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিচারপতি তাঁর কাছেই জানতে চান, ‘‘আপনি কি তদন্ত থেকে অব্যাহতি চান?’’ সেখানেই তিনি থেমে থাকেননি। কেন মিথিলেশের কাজে তিনি অসন্তুষ্ট, তার ব্যাখ্যাও দেন বিচারপতি।

Advertisement

এর পরেই ইডিকে বিচারপতি সিংহ নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের সমস্ত মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় ইডির সহকারী অধিকর্তাকে। বৃহস্পতিবার সেই ইডি কর্তা আবার ফিরে আসেন বিচারপতির এজলাসে। বার বার আদালতের ভর্ৎসনার মুখে পড়েও তিনি আদালতে আর্জি জানান, নিয়োগ মামলার তদন্ত থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলেও রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে তাঁকে যেন সরানো না হয়। তার পরই এই আবেদন মঞ্জুর হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement