ফাইল ছবি
পুলিশ-প্রশাসনের কাছে থেকে সহযোগিতা মিলছে না বলে অভিযোগ তুলে মামলা করেছিলেন উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকপদের চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ওই প্রার্থীরা অনির্দিষ্ট কাল অবস্থান-বিক্ষোভ চালাতে পারবেন বলে কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার বুধবার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, এই অবস্থান-বিক্ষোভের জন্য পুলিশ-প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
ওই চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম এ দিন জানান, দীর্ঘদিন ধরে চাকরি না-পেয়ে বঞ্চিত প্রার্থীরা আন্দোলন করতে চান। এই সাংবিধানিক অধিকারকেও খর্ব করতে চাইছে রাজ্য প্রশাসন। পুলিশ ও প্রশাসনের কাছ থেকে কোনও সহযোগিতা না-পেয়ে চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
বিচারপতি সরকার এ দিন অবশ্য এই প্রশ্নও তোলেন যে, ‘সিটি অব জয়’ (আনন্দনগরী) কলকাতা ‘সিটি অব ডেমনস্ট্রেশন’ (আন্দোলননগরী) হয়ে যাচ্ছে কেন? উত্তরে ফিরদৌস জানান, শিক্ষক নিয়োগে সর্বস্তরে পর্বতপ্রমাণ দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তাই ন্যায্য প্রার্থীরা চাকরি না-পেয়ে আন্দোলনে নেমেছেন। উচ্চ প্রাথমিকে শিক্ষকপদ প্রার্থী রেমা মণ্ডল বলেন, ‘‘আদালত থেকে অবস্থান-বিক্ষোভের অনুমতি পাওয়ায় খুশি। আমরা আগেই অবস্থান-বিক্ষোভের জন্য আবেদন করেছিলাম। আমাদের দাবি, শুধু নিয়োগ হলেই চলবে না। শূন্য পদ আপডেট করে নিয়োগ করতে হবে।’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।