প্রতীকী ছবি।
উত্তর বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। তার জেরে শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। জেলাগুলি হল, দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম এবং হুগলি।
রাজ্যে সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বৃষ্টিপাতের সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বজ্রপাতের সময় স্থানীয় মানুষদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে।