Bay of Bengal

নিন্মচাপের প্রভাবে আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যে তুমুল বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপরে নিম্নচাপটি ক্রমশই শক্তি সঞ্চয় করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২০ ২১:০৮
Share:

ফাইল চিত্র।

বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আর সেই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, তা এখনও নিশ্চিত নয়। অনুমান করা হচ্ছে পশ্চিমঙ্গের গা ঘেঁষে চলে যেতে পারে বাংলাদেশ-মায়ানমারের দিকে। আবার আছড়ে পড়তে পারে এ রাজ্যের উপকূলের একাংশে। সবটাই নির্ভর করবে, ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির উপরে।

Advertisement

তবে এ সবের জেরে আগামী সোম ও মঙ্গলবার এ রাজ্যের গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপরে নিম্নচাপটি ক্রমশই শক্তি সঞ্চয় করছে। শুক্রবার তা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে অবস্থান করবে নিম্নচাপটি। শনিবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার বাক নিয়ে উত্তর-পূর্বের দিকে ঘূর্ণিঝড় এগোবে। তার পর আরও উত্তরমুখী হয়ে সোম-মঙ্গলবার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক কোথায়, কত গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি, তা স্পষ্ট হয়ে যাবে রবিবার। আবহাওয়া বিজ্ঞানীরা গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

Advertisement

আরও পড়ুন: সাগরের আঁতুড়ে সাজছে ঘূর্ণিঝড়

আরও পড়ুন: লকডাউনে সক্রিয় সাইবার অপরাধীরা, অ্যাপে এ বার দিশা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement