গরম থেকে বাঁচতে স্বস্তির স্নান। ছবি: পিটিআই।
তাপপ্রবাহের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি রাজ্যে। বৃহস্পতিবারের মতো শুক্রবারও রাজ্যের ১০টি জায়গায় চলেছে তাপপ্রবাহ। দু’টি জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার রাজ্যের ১৩টি জায়গায় চলেছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। ১৩টি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছিল। উত্তরবঙ্গের একটি জায়গাও নেই সেই তালিকায়। যেখানে বৃহস্পতিবার রাজ্যে মোট ১৮টি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। বুধবার রাজ্যে ২৪টি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছিল ৪০ ডিগ্রির গণ্ডি।
বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ থেকে রেহাই পেয়েছে শহর।
আলিপুর আবহাওয়া দফতর যে পরিসংখ্যান দিয়েছে, তাতে দেখা গিয়েছে উপকূলবর্তী এলাকায় গরম বেড়েছে। শুক্রবার ডায়মন্ড হারবার, দিঘা, মেদিনীপুরে চলেছে তাপপ্রবাহ। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির কম। সেখানে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
গ্রাফিক: সনৎ সিংহ।
শুক্রবার হলদিয়া, মগরা, আসানসোল, বর্ধমান, ব্যারাকপুর, ঝাড়গ্রাম, সিউড়িতে চলেছে তাপপ্রবাহ। কলাইকুন্ডা, পানাগড়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। রাজ্যে সব থেকে বেশি গরম ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডাতেই। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। তার পরেই রয়েছে পানাগড়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা শুক্রবার ছিল পুরুলিয়াতেও। ঝাড়গ্রাম এবং সিউড়িতেও দিনের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। ৪১ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছিল বাঁকুড়া, বর্ধমান, ব্যারাকপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর। ডায়মন্ড হারবার ছাড়াও ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর দিনের তাপমাত্রা ছিল মগরা, আসানসোলে।
উত্তরবঙ্গের সব জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল। মালদহ, বালুরঘাটে গত কয়েক দিন তাপপ্রবাহ চলেছে। তবে শুক্রবার সেখানে কিছুটা হলেও স্বস্তি ছিল। মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
সাধারণত কোনও এলাকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকলে বলা হয় তীব্র তাপপ্রবাহ।