Narada Scam

narada case: সুব্রতরা জামিন পাবেন? ৩ বা ৫ জনের বৃহত্তর বেঞ্চ গড়ছে কলকাতা হাই কোর্ট

ডিভিশনের বেঞ্চের চার নেতা মন্ত্রীকে গৃহবন্দি রাখার রায় দিয়েছেন। শুক্রবারই বৃহত্তর বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৪:১৭
Share:

ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৭:০৯ key status

শুনানির সম্ভাবনা কম

তবে বেঞ্চ গড়া হলেও, শুক্রবার ওই বেঞ্চে শুনানির সম্ভাবনা কম। 

শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৭:০৮ key status

৩-৫ সদস্যের বৃহত্তর বেঞ্চ গড়ছে কলকাতা হাই কোর্ট

ফিরহাদ-সুব্রতদের জামিন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে শুনানির জন্য ৩-৫ সদস্যের বৃহত্তর বেঞ্চ গড়ছে কলকাতা হাই কোর্ট। 

Advertisement
শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৫:১৯ key status

‘‘ভিডিয়ো কনফারেন্সে কাজ করতে পারবেন’’

কল্যাণের প্রশ্নে আদালত জানিয়েছিল, করোনা যুদ্ধের সঙ্গে জড়িত যাঁরা,  তাঁরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। 

শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৫:১৬

‘‘করোনা পরিস্থিতিতে ফিরহাদকে দরকার’’

ফিরহাদ রাজ্যের করোনা পরিস্থিতি সামলাতে প্রতিনিয়ত কাজ করছিলেন। কোভিড পরিস্থিতিতে উনি না থাকলে অসুবিধায় পড়বে রাজ্য। আদালতকে জানিয়েছিলেন তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertising
Advertising
শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৫:১০

বন্দি মানে তো সেই বন্দি দশাই, বলেছিলেন সিঙ্ঘভি

নারদ মামলায় অভিযুক্ত চার নেতা মন্ত্রীকে গৃহবন্দি করার রায়ে সিঙ্ঘভি বলেন, গৃহবন্দি মানে তো সেই বন্দি দশাই। কেন তাঁদের বন্দি করা হবে। এব্যাপারে নেতা-মন্ত্রীদের জামিনের মামলা নিয়ে বৃহত্তর বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নেন সিঙ্ঘভি।

শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৪:৫৬

দুই বিচারপতির মতভেদেই গৃহবন্দি করার সিদ্ধান্ত

হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল জামিনের পক্ষে ছিলেন না। তবে ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিনের পক্ষে মত দেন। দুই বিচারপতির মতভেদের কারণেই নারদ-মামলায় অভিযুক্ত নেতা-মন্ত্রীদের গৃহবন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৪:৪৫ key status

বেঞ্চ গঠনেই দেরি

শুনানির জন্য বেঞ্চ গঠনে সময় লাগছে। তাতেই দেরি নেতা-মন্ত্রীদের গৃহবন্দি করা সংক্রান্ত আর্জির।

শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৪:২৪ key status

দুপুর ২টো থেকে শুরু হওয়ার কথা ছিল শুনানির

শুক্রবারই দুপুর ২ টো থেকেই এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে আড়াইটে বেজে গেলেও শুনানি শুরু হয়নি। 

শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৪:১৯ key status

নেতারা কি গৃহবন্দিই? বলবে বৃহত্তর বেঞ্চ

গৃহবন্দি মানে তো বন্দি দশাই। কেন অভিযুক্ত নেতা-মন্ত্রীদের গৃহবন্দি করা হবে প্রশ্ন করেছিলেন অভিষেক মনু সিঙ্ঘভিই। সেই আর্জিরই শুনানি হবে বৃহত্তর বেঞ্চে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement