West Bengal Police

পুলিশে সংস্কার চায় হাইকোর্ট

বিচারপতিদের মন্তব্য, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনও ভাবেই তদন্তে ভাটা পড়তে পারে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ০৪:৪৪
Share:

ফাইল চিত্র।

মানুষের স্বার্থে পুলিশের তদন্তকারী শাখা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শাখা পৃথক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। এক নাবালিকার নিখোঁজ হওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে একটি হেবিয়াস কর্পাস মামলা দায়ের হয়েছিল।

Advertisement

মামলার আবেদনকারীর আইনজীবী নীলাদ্রিশেখর ঘোষ জানান, বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ অবিলম্বে পুলিশ সংস্কার এবং দুই শাখাকে আলাদা করার কথা বলে।

প্রসঙ্গত, বিচারপতিদের মন্তব্য, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনও ভাবেই তদন্তে ভাটা পড়তে পারে না। এই নির্দেশের প্রতিলিপি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছেও পাঠাতে বলেছে আদালত। বস্তুত, পুলিশের অনেকেই বলছেন, থানায় কর্মরত কর্মীদের একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার কাজ এবং তদন্তের কাজ করতে হয়। তার ফলে তদন্তের কাজ ব্যাঘাত ঘটে। অনেক ক্ষেত্রে ইচ্ছে থাকলেও সময়ে তদন্ত শেষ করা যায় না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement