Rajeev Kumar

রাজীবের গ্রেফতারিতে স্থগিতাদেশের আর্জি খারিজ, শুক্রবার পর্যন্ত রেহাই প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজীবকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল সিবিআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ১৩:৩০
Share:

রাজীব কুমার।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর ফের চাপ বাড়ল। সোমবার পর্যন্ত রাজীব কুমারের গ্রেফতারির উপর স্থগিতাদেশের আর্জি বৃহস্পতিবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি আগামী কাল শুক্রবার পর্যন্ত রাজীবকে গ্রেফতার করা যাবে না বলে রক্ষাকবচ দিয়েছেন।

Advertisement

রাজীবকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদনের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই পুলিশ কর্তা। সেই মামলার শুনানির শেষেই এ দিন বিচারপতি মধুমতি মিত্র মন্তব্য করেন, ‘‘বহু দিন ধরেই এই মামলা চলছে। সব কিছুর একটা শেষ প্রয়োজন।” শুনানির সময় রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, ‘‘মদন মিত্রের ঘটনার পুনরাবৃত্তি চাই না। সকাল সাড়ে ১০টায় তাঁকে ডাকা হয়েছিল সাক্ষী হিসাবে। বিকেল সাড়ে ৪টেয় তাঁকে অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়। ওই ঘটনা যাতে আমার মক্কেলের সঙ্গেও না ঘটে তাই আদালতের দ্বারস্থ হয়েছি।”

মিলনবাবুর ওই সওয়ালের পরে বিচারক সোমবার পর্যন্ত রাজীবের আইনি রক্ষাকবচ বজায় রাখার আবেদন খারিজ করে দেন। এর আগে দফায় দফায় রাজীবের আবেদনের প্রেক্ষিতে আইনি রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছিল কলকাতা হাইকোর্ট। গত ২০ অগস্ট বিচারপতি ২৭ তারিখ পর্যন্ত রাজীব কুমার মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দেন। তবে সেই সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, রাজীবের রক্ষাকবচ বজায় থাকবে ২৮ অগস্ট পর্যন্ত। এ দিন সেই মামলার শুনানিতেই বিচারপতির মন্তব্য শুনে আইনজ্ঞদের একাংশের ধারণা, আগামী কাল শুক্রবারই এই মামলার কোনও ফয়সালা হতে পারে।

Advertisement

আরও পড়ুন: চিটফান্ড কাণ্ডে নতুন করে জাল বিছাচ্ছে সিবিআই, অস্বস্তি বাড়তে পারে শাসকদলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement