রাজ্যপালের কাছে আরএসপি-র গণ-সংগঠনের নেতারা। —নিজস্ব চিত্র।
বামেদের জন্য ভাল সময় নয়। কিন্তু সময়টা খারাপও নয়। আন্দোলন গড়ে তোলার জন্য এই সময়টাকেই কাজে লাগানোর ডাক দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
ধর্মতলায় ইউটিইউসি-র উদ্যোগে ২৪ ঘণ্টার গণ-অবস্থানের মঞ্চে শনিবার বিমানবাবু বলেন, ‘‘বামপন্থীরা রুখে দাঁড়ালে, তাদের উত্থান হলে স্বৈরাচারী শক্তি পিছু হঠতে বাধ্য হবে।’’ কেন্দ্রীয় সরকারের নানা সিদ্ধান্তে কী ভাবে অর্থনৈতিক হাল করুণ হচ্ছে এবং জনকল্যাণমূলক কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই অভিযোগ জানাতে এ দিন অবস্থান-মঞ্চ থেকে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন ইউটিইউসি-র অশোক ঘোষ ও তাপস দাস চৌধুরী, আরওয়াইএফের রাজীব বন্দ্যোপাধ্যায়, এসকেএসের মিহির পাল এবং পিএসইউয়ের মহম্মদ সফিউল্লা।