dead body

Kolkata Mystery death: চারতলা থেকে ঝুলছে দেহ, ভয়ঙ্কর দৃশ্যে ঘুম ভাঙল রাজাবাজারের

শুক্রবার সকালে স্থানীয়রা প্রথম ওই মৃতদেহ লক্ষ করেন। দমকল গিয়ে সেই দেহ নামিয়ে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৩:০৮
Share:

রাজাবাজারে ঝুলন্ত দেহ। নিজস্ব চিত্র

নির্মীয়মাণ এক বাড়ির বাইরে থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। রাজাবাজার মোড়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সকালে স্থানীয়রা প্রথম ওই মৃতদেহ লক্ষ করেন। চারতলা বাড়ির উপর থেকে ঝুলন্ত ওই দেহ দেখে ভিড় জমে যায় রাস্তায়। খবর দেওয়া হয় নারকেলডাঙা থানায়।

Advertisement

পরে দমকল গিয়ে সেই দেহ নামিয়ে আনে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রামিজ রাজা (৪৫)। তিনি নারকেলডাঙার বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, তিনি এর আগেও কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শুক্রবার সকালে রামিজ ওই বহুতলে ঢোকার চেষ্টা করলে তাঁকে বাধা দেওয়া হয় বলে জানান এক বাসিন্দা। পরে মিস্ত্রীদের সঙ্গে রামিজ ওই বাড়িতে ঢুকে পড়েছিলেন কী না দেখা হচ্ছে।

রামিজের দেহ পাঠানো হচ্ছে ময়নাতদন্তে। তদন্তে নেমেছে নারকেলডাঙা থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement