দুর্ঘটনায় মৃত ছাত্রী ববি দে ওরফে বুলটি। —নিজস্ব চিত্র
বান্ধবী নতুন স্কুটার কিনেছে। সেটা চালানো শিখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রীর। আহত অবস্থায় স্কুটির মালিক ছাত্রীও হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। দু’জনেই হাবড়ার বাণীপুর বাণী নিকেতনের ছাত্রী।
মৃত ছাত্রীর নাম ববি দে ওরফে বুলটি (১৫)। তাঁর বাড়ি হাবড়া থানার পৃথিবা পঞ্চায়েতের যশুর গ্রামে। ববির পরিবার ও স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি তাঁরই বান্ধবী অঙ্কিতা সরকার একটি স্কুটি কিনেছে। বৃহস্পতিবার সেটি দেখানোর জন্য ববিদের বাড়িতে আসে। তার পর ববিকে স্কুটিতে চড়িয়ে ঘুরতে বেরিয়ে পড়ে অঙ্কিতা। কিছুক্ষণ পরে ববি স্কুটি চালানো শিখতে চায়। অঙ্কিতাও তাতে রাজি হয়ে যায়।
এর পর অঙ্কিতাকে পিছনের সিটে বসিয়ে স্কুটি চালাচ্ছিল ববি। কিন্তু বাণীপুর পিজিবিটি কলেজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে ধাক্কা মারে স্কুটিটি। দু’জনেই গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের হাবড়া হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বারাসত হাসপাতালে অঙ্কিতাকে রেফার করা হয়। ববিকে পাঠানোর কথা বলা হয় কলকাতার আর জি কর হাসপাতালে।
কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই ববির মৃত্যু হয়। পরে আর জি কর হাসপাতালে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকস্তব্ধ দুই তরুণীর পরিবার। গোটা এলাকাতেও শোকের ছায়া।