DA Protest

ডি এ-র জন্য দফতরে তালার ডাক শুভেন্দুর

বকেয়া ডি এ মেটানোর দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এ দিন বিধানসভায় এসেছিলেন বিজেপি বিধায়কেরা। অধিবেশনের দুই অর্ধেই তাঁরা সরকারি কর্মীদের দাবি নিয়ে সরব হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২০
Share:

ডিএ-র দাবিতে আন্দোলনরত কর্মচারীদের সমর্থনে বিধানসভা চত্বরে বিজেপির বিধায়কদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

মহার্ঘ ভাতার (ডি এ) দাবি আদায়ের জন্য এ বার সরকারি দফতরে তালা ঝুলিয়ে আন্দোলনে যাওয়ার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারীদের একাংশ ডি এ-র দাবিতে কর্মবিরতির আন্দোলনে গিয়েছেন। সেই দাবিকে সমর্থন জানিয়ে বিধানসভায় সোমবার সরব হয়েছেন বিরোধী দল বিজেপির বিধায়কেরা। সেই সূত্রেই জরুরি পরিষেবা বাদ দিয়ে দফতরে তালা ঝোলানোর কথা বলেছেন শুভেন্দু। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য বলা হয়েছে, সরকারের অর্থ সঙ্কটের কথা মাথায় রেখেই ডি এ-র দাবি বিবেচনা করতে হবে। কিন্তু বিরোধীরা সরকারি কমর্চারীদের ‘উস্কানি’ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

Advertisement

বকেয়া ডি এ মেটানোর দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এ দিন বিধানসভায় এসেছিলেন বিজেপি বিধায়কেরা। অধিবেশনের দুই অর্ধেই তাঁরা সরকারি কর্মীদের দাবি নিয়ে সরব হয়েছিলেন। অধিবেশনের কাজ শেষ হওয়ার পরে বিধানসভা চত্বরে অম্বেডকর মূর্তির নীচে বিরোধী দলনেতার নেতৃত্বে অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা। শুভেন্দু বলেন, ‘‘কর্মচারীদের দাবি ন্যায্য। আমরা সর্বতো ভাবে তাঁদের দাবি এবং আন্দোলনকে সমর্থন করছি। এর পরে স্বাস্থ্য, পানীয় জল, দমকলের মতো জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য দফতরে তালা ঝুলিয়ে দিতে হবে! সরকারকে বাধ্য করতে হবে দাবি পূরণে।’’ তৃণমূলের নেতারা বলেছিলেন, যাঁরা ডি এ-র দাবি করছেন, তাঁদের একই সঙ্গে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা মিটিয়ে দেওয়ার জন্যও সরব হওয়া উচিত। শুভেন্দু এ দিন পাল্টা বলেছেন, ‘‘সব রাজ্য সরকারই তাদের রাজস্ব থেকে সরকারি কর্মচারীদের ডি এ দেয়। এর সঙ্গে কেন্দ্রের পাওনার কী সম্পর্ক? সেগুলো প্রকল্পের ব্যাপার।’’

দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করতে এ দিন বিধানসভায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনিও বলেন, ‘‘অন্যান্য জায়গায় ৪২%, ৩৮% বা ৩৬% হারে ডি এ পাচ্ছেন কর্মীরা। এখানে ঘোষণা হয়েছে মাত্র ৩%। কর্মবিরতি একটা সূচনা মাত্র। আন্দোলন আরও বড় আকার নেবে কি না, সেটার দায়িত্ব সরকারকেই নিতে হবে।’’ তৃণমূলের নেতা তাপস রায় অবশ্য বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী কখনওই ডি এ দেওয়ার বিরোধী নন। রাজ্যের আর্থিক সঙ্কটের কথা মাথায় রেখেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীরা রাজনৈতিক স্বার্থে কর্মচারীদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement