Jagdeep Dhankhar

ঝটিকা সফরে আজ মুর্শিদাবাদে সস্ত্রীক ধনখড়

সংক্ষিপ্ত সফরের মাঝে দুপুর পৌনে ২টো নাগাদ বহরমপুর সার্কিট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন ধনখড়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০০:৫১
Share:

রাজ্যপাল জগদীপ ধনখড়। ফাইল চিত্র।

মাত্র দু’ঘণ্টার ঝটিকা সফরে আজ, বুধবার মুর্শিদাবাদ যাবেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার রাতে টুইট করে জেলায় নিজের সফরসূচির কথা জানিয়েছেন স্বয়ং রাজ্যপাল।

Advertisement

রাজভবন সূত্রে খবর, আগামিকাল সওয়া ১১টা নাগাদ সস্ত্রীক রাজ্যপালের হেলিকপ্টার অবতরণ করবে বহরমপুর স্টেডিয়ামে। সেখান থেকে সড়কপথে জেলার বিভিন্ন পর্যটনস্থলে যাবেন তিনি। টুইটে রাজ্যপাল ধনখড় জানিয়েছেন, মুর্শিদাবাদে গিয়ে প্রথমে কিরীটেশ্বরী মন্দিরে পুজো দেবেন। তার পর সেখান থেকে হাজারদুয়ারির উদ্দেশে রওনা হবেন। হাজারদুয়ারিতে কিছুক্ষণ থাকার পর ইমামবারা ঘুরেও দেখবেন রাজ্যপাল।

সংক্ষিপ্ত সফরের মাঝে দুপুর পৌনে ২টো নাগাদ বহরমপুর সার্কিট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন ধনখড়। তার আগে অবশ্য সার্কিট হাউসেই মধ্যহ্নভোজন সারবেন তিনি। ঘণ্টা দুয়েকের সফর শেষে বেলা ২টো নাগাদ রাজভবনের উদ্দেশে হেলিকপ্টারে রওনা দেবেন।

Advertisement

আরও পড়ুন: আলোচনার মাধ্যমে ‘বিক্ষুব্ধ’ শুভেন্দুর মন বোঝার চেষ্টা শুরু করেছে তৃণমূল

আরও পড়ুন: সিবিআই জেরার পর গরু পাচার-কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement