Jagdeep dhakhar

Jagdeep Dhankhar: মুখ্যমন্ত্রীকে আচার্য বানানোর বিলে সই করবেন কি? প্রথম বার মুখ খুললেন রাজ্যপাল

বিধানসভায় আচার্য বিল পাশ হলেও কার্যকর করতে দরকার রাজ্যপালের স্বাক্ষর। কিন্তু তিনি অনুমোদন দেবেন কি! নিজের ভাবনা জানালেন ধনখড়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২২ ২০:১৭
Share:

মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে বিজেপি বিধায়কদের নিয়ে দেখা করতে যান বিরোধী দলনেতা। নিজস্ব চিত্র

বিধানসভায় পাশ হয়ে গেলেও রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বানানোর বিল নিয়ে প্রথম বার মুখ খুললেন জগদীপ ধনখড়। মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা রাজভবনে রাজ্যের আইনশৃঙ্খলা ও আচার্য বিল নিয়ে নালিশ জানাতে গিয়েছিলেন। সেখানেই রাজ্যপাল জানান, আচার্য বিলে সংবিধান উপেক্ষিত মনে হলে তিনি তা গ্রহণ করবেন না।

Advertisement

শুভেন্দুদের উপস্থিতিতে রাজ্যপাল বলেন, ‘‘রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে এক সারিতে নিয়ে এসেছে রাজ্য প্রশাসন। রাজ্যপাল পদটা কতটা গুরুত্বপূর্ণ, তা ইচ্ছাকৃত ভাবেই বোঝার চেষ্টা করে না প্রশাসন।’’ এর পরেই আচার্য বিল পেলে তিনি কী করবেন জানিয়ে ধনখড় বলেন, ‘‘বিধানসভায় বিল এনে আমায় আচার্য পদ থেকে সরানো হচ্ছে। আমি বিলগুলি খুব মন দিয়ে পড়ব। কোনও পক্ষপাতিত্ব করব না। যদি গ্রহণ করার মতো হয় তবে করব। না হলে করব না। কিন্তু কোনও অন্যায়কে প্রশ্রয় দেব না। কোথাও সংবিধানকে উপেক্ষা করে এই বিল আনা হয়েছে কি না খতিয়ে দেখব। আমাদের সংবিধান খুব শক্তিশালী। যদি দেখি সংবিধানকে উপেক্ষা করে বিল আনা হয়েছে, তবে আমি গ্রহণ করব না।’’

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মঙ্গলবার সরব হয়েছেন ধনখড়। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘‘আমি জানি কী ভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হয়। রাজ্য যদি সঠিক পথে চলতে না পারে তা হলে আমি দেখব কী ভাবে সংবিধান অনুযায়ী রাজ্য গণতান্ত্রিক পথে চলে। আইনের ঊর্ধ্বে কেউ নন। রাজ্যপালও নন, মুখ্যমন্ত্রীও নন।’’ একই সঙ্গে বলেন, ‘‘রাজ্য প্রশাসনকে আইনের শাসন বলবৎ করতে হবে। যদি সেটা না হয় তা হলে সংবিধান অনুযায়ী আমি যা ব্যবস্থা নেওয়ার নেব।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement