হাওড়াকাণ্ডে বার্তা ধনখড়ের। ফাইল চিত্র
গত কয়েক দিন ধরে বিক্ষোভ অশান্তি চলছে হাওড়া জেলার বিভিন্ন এলাকায়। রাজ্য প্রশাসন ব্যর্থ বলে ইতিমধ্যেই আঙুল তুলেছে বিজেপি। এ বার সেই একই অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যাঁরা আইন ভেঙেছেন, তাঁদের সমর্থন করাটা দুর্ভাগ্যজনক বলার পাশাপাশি যাঁরা এই পরিস্থিতি তৈরি করেছেন, তাঁদের সকলকে গ্রেফতার করতে হবে বলেও দাবি তুলেছেন ধনখড়।
নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে গত দু’দিন ধরে অগ্নিগর্ভ হাওড়া জেলার বিস্তীর্ণ অঞ্চল। অশান্তি ঠেকাতে বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি হয়েছে। সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশও দিয়েছে নবান্ন। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এই পরিস্থিতিতে এক ভাবে রাজনৈতিক চাপ তৈরি করে চলেছে বিজেপি। হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্য নেওয়ার দাবি তুলে শুক্রবার রাজ্যপালকে চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবারই রাজ্যের মুখ্য সচিবের কাছে হাওড়া পরিস্থিতির রিপোর্ট তলব করেন রাজ্যপাল। শনিবার টুইট করে দোষীদের গ্রেফতারের দাবি তুললেন।