ছবি: পিটিআই।
ফোন ও হোয়াটস্অ্যাপ-এ আড়িপাতা বিতর্কে এ রাজ্যকেও জুড়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই প্রশ্নে রবিবার তাঁর মন্তব্য, ‘‘এখানে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে বলে আমার কাছে অনেকেই অভিযোগ করেছেন।’’ এই মন্তব্যের জবাবে রাজ্যপালকে পাল্টা আক্রমণ করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘রাজ্যপাল বিজেপি নেতার মতো কথা বলছেন! উনি প্রকাশ্যে জানান, এ রাজ্যে কারা আড়িপাতার এই অভিযোগ করেছেন।’’
ফোন ও সামাজিক মাধ্যমে নজরদারির অভিযোগে শনিবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তাঁদের (বিরোধীদের) ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সুরক্ষিত নয়। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দু’টি রাজ্য সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট করে আড়িপাতার অভিযোগ করেছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, তার মধ্যে একটি বিজেপি শাসিত। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের প্রমাণ দাবি করে আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য সংগঠনের ভারপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়। তবে এ দিন এই বিতর্কে ‘রাজ্যের পরিস্থিতি’র উল্লেখ করে ভিন্ন মাত্রা যোগ করেছেন রাজ্যপাল।
আড়িপাতা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ সম্পর্কে প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর কাছে এ ব্যাপারে কী তথ্য আছে, তা আমি জানি না।’’ তার পরেই তিনি বলেন, ‘‘ব্যবসায়িক, রাজনীতিক, আমলা— নানা স্তরের লোক আমার কাছে আসেন। তাঁরা বলেন, এখানে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হচ্ছে।’’ রাজ্যপালের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়াই জানিয়েছে তৃণমূল। দলের মহাসচিব পার্থবাবু বলেন, ‘‘রাজ্যপাল তো বিজেপির রাজ্য শাখার প্রধানের মতো কথা বলছেন। রাজ্যপাল কোনও না কোনও ভাবে রাজ্য সরকারকে বিব্রত করতে চাইছেন। আর নিজেই বিব্রত হচ্ছেন!’’
আরও পড়ুন: কার্নিভাল থেকে ফেস্টিভাল, ডাক না পেয়ে ক্ষোভে মুখর রাজ্যপাল