মন্ত্রী-স্পিকারের ভাতাবৃদ্ধিতে সিলমোহর রাজ্যপালের 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৭০ বছর করে বিল এনেছিল উচ্চশিক্ষা দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৯ ০৩:২০
Share:

রাজ্যপাল জগদীপ ধনখড়।—ফাইল চিত্র।

বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী এবং বিরোধী দলনেতার প্রতিদিনের ভাতা বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এত দিন তাঁরা প্রতিদিন দু’হাজার টাকা ভাতা পেতেন, তা বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে। এর আগে বিধায়কদের দৈনিক ভাতা বাড়িয়ে দু’হাজার টাকা করা হয়েছে। রাজ্যপাল সেই বিলেও সম্মতি দিয়েছেন।

Advertisement

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৭০ বছর করে বিল এনেছিল উচ্চশিক্ষা দফতর। সেই বিলেও সম্মতি দিয়েছেন ধনখড়। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৭০ বছর পর্যন্ত থাকতে পারবেন। তবে অবসরের পর তাঁর কার্যকালের মেয়াদ একসঙ্গে দু’বছরের বেশি বাড়ানো যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement