রবিবার টেট-এর জন্য তৈরি সরকার, বার্তা শিক্ষামন্ত্রীর

রাজ্যে আপার প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ‘টেট’ নেওয়া হবে রবিবার। দু’বছর আগে এই পরীক্ষার দিনই বেনজির বিশৃঙ্খলা ছড়িয়েছিল রাজ্য জুড়ে। পরিকাঠামোর অভাব থেকে রাস্তায় যানবাহনের অপ্রতুলতা— সব মিলিয়ে দিনভর দুর্ভোগের শিকার হয়েছিলেন হাজার হাজার পরীক্ষার্থী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ১৮:৪০
Share:

রাজ্যে আপার প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ‘টেট’ নেওয়া হবে রবিবার। দু’বছর আগে এই পরীক্ষার দিনই বেনজির বিশৃঙ্খলা ছড়িয়েছিল রাজ্য জুড়ে। পরিকাঠামোর অভাব থেকে রাস্তায় যানবাহনের অপ্রতুলতা— সব মিলিয়ে দিনভর দুর্ভোগের শিকার হয়েছিলেন হাজার হাজার পরীক্ষার্থী। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার রাজ্য সরকার অনেক সতর্ক হয়ে পরীক্ষার ব্যবস্থা করছে বলে শনিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আনন্দবাজারের মাধ্যমে শনিবার তিনি পরীক্ষার্থী ও তাঁদের পরিজনদের কাছে আবেদন করেছেন, তাঁদের আতঙ্কের কোনও কারণ নেই।

Advertisement

পার্থবাবু বলেন, ‘‘টেট পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে হয়, তার জন্য যথাসাধ্য ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীদের বলতে চাই, তাঁরা শান্ত ভাবে পরীক্ষা কেন্দ্রে যান। তাঁদের সব রকম সুবিধা-অসুবিধার দিকে নজর রাখছেন কর্তৃপক্ষ।’’ দু’দিন আগেই এই মর্মে চিঠি দিয়ে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র ও রাজ্য সম্পাদক জামির মোল্লা। শিক্ষামন্ত্রীকে তাঁরা লিখেছিলেন, দু’বছর আগে পরীক্ষার্থীর সংখ্যার অনুপাতে পরীক্ষা কেন্দ্র এবং যানবাহনের ব্যবস্থা— কোনওটাই ঠিক ভাবে রাখা হয়নি। এ বার সেই ব্যাপারে সতর্ক থাকা উচিত সরকারের। বন্যা কবলিত অঞ্চলের পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা রাখার দাবিও জানিয়েছিলেন তাঁরা। পাশাপাশিই বাম যুবদের দাবি ছিল, এনসিটিই-র রূপরেখা মেনে প্রশ্নপত্র এবং দুর্নীতির ছোবল এড়িয়ে নিয়োগের প্রক্রিয়া নিশ্চিত করতে হবে সরকারকে। এ সবের পরিপ্রেক্ষিতেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার্থীদের নিঃশঙ্ক ভাবে পরীক্ষা দিতে যান রবিবার। সরকার সতর্ক থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement