Arambagh

ফের ‘ভুয়ো’ ক্লাবের নামে অনুদান!

আরামবাগের কোন কোন ক্লাব ওই অনুদান পাবে, ক্রীড়া দফতরের এ সংক্রান্ত তালিকা এসেছে আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার হাতে।

Advertisement

পীযূষ নন্দী

আরামবাগ শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ০৩:২৬
Share:

প্রতীকী ছবি।

ফের হুগলির আরামবাগের সেই ‘ভুয়ো’ ক্লাবের নামে সরকারি অনুদান বরাদ্দ হল!

Advertisement

আরামবাগের ১৪ নম্বর ওয়ার্ডে ‘নবপল্লি মাঠপাড়া সম্প্রীতি সঙ্ঘ’ নামে কোনও ক্লাবের অস্তিত্ব নেই বলে দাবি এলাকাবাসীর। গত বছরের এপ্রিলে তাঁরা জানতে পারেন, ওই ক্লাবের নামে বরাদ্দ হওয়া সরকারি অনুদানের এক লক্ষ টাকা তুলে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা নীতীশ ভট্টাচার্য। এ নিয়ে নানা মহলে তাঁরা অভিযোগ জানান। তদন্তে নামে জেলা যুবকল্যাণ ও ক্রীড়া দফতর। ন’মাসেও তদন্তের কিনারা হয়নি। এর মধ্যেই এ বছরের কিস্তির এক লক্ষ টাকা বরাদ্দ হয়ে গিয়েছে ওই ক্লাবের নামে।

আরামবাগের কোন কোন ক্লাব ওই অনুদান পাবে, ক্রীড়া দফতরের এ সংক্রান্ত তালিকা এসেছে আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার হাতে। সেই তালিকাতেই নাম রয়েছে ওই ক্লাবের। বিধায়ক অবশ্য বলেন, ‘‘তালিকায় নাম থাকলেও ক্লাবটিকে টাকার আবেদনের ফর্ম দেওয়া হবে না বলে ঠিক করেছি। কারণ, বিতর্ক উঠেছে। তদন্তের এখনও কিনারা হয়নি।’’

Advertisement

জেলা যুবকল্যাণ ও ক্রীড়া আধিকারিক অলিভিয়া রায়ের দাবি, “ক্লাবের তালিকা আমরা করি না। সরাসরি রাজ্যস্তর থেকে হয়। অভিযোগ ওঠায় আমাদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই রিপোর্টও তখনই পাঠানো হয়েছে। জেলা দফতর থেকে খালি যে সব ক্লাব বা সংস্থা কোচিং ক্যাম্প করায়, তাদের অনুদানের বিষয়টা সরাসরি দেখা হয়।” এ নিয়ে রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের যুগ্মসচিব গৌতম বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি বলেন, “আমি কিছু বলার অধিকারী নয়।” নতুন করে ওই ক্লাবের নামে টাকা বরাদ্দ হওয়া নিয়ে নীতীশের কোনও বক্তব্য জানা যায়নি। তিনি ফোন ধরেননি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, ‘‘শেষবেলাতেও দুর্নীতি পিছু ছাড়ছে না শাসক দলকে। যথাযথ তদন্তের দাবিতে আন্দোলনে নামব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement