TMC

তৃণমূলের মিছিলেও ‘গোলি মারো’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ০৪:১০
Share:

পায়ে পায়ে: টালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূলের মিছিল। মঙ্গলবার। ছবি: বিশ্বনাথ বণিক

ঠিক এক বছর আগে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচজারে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের স্লোগান নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। এ বার কলকাতায় সেই ‘গোলি মারো..’ স্লোগানই শোনা গেল তৃণমূলের মিছিলে। মঙ্গলবার দক্ষিণ কলকাতায় তৃণমূলের নেতা, মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মিছিলে শোনা গিয়েছে, ‘‘বঙ্গাল কা গদ্দারো কো, গোলি মারো সালো কো’। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার অবশ্য বলেন, ‘‘এই স্লোগান দল অনুমোদন করে না। এটা আমাদের সংস্কৃতি নয়।’’

Advertisement

সোমবার টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল করেছিল বিজেপি। মুদিয়ালির কাছে সেই মিছিলে ইট ছোড়া নিয়ে গোলমাল হয় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে। এ দিন পাল্টা মিছিল করে তৃণমূল। দলের দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস ছাড়াও মিছিলে ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। তা ছাড়াও জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার, পুরসভার কোরঅর্ডিনেটর বৈশ্বানরচট্টোপাধ্যায় ও যুব তৃণমূলের জেলা সভাপতি বাপ্পাদিত্য দাশগুপ্তও মিছিলে ছিলেন। মিছিল শেষে সভায় বক্তৃতা করেন তৃণমূল নেতারা। দেবাশিসবাবু অবশ্য এ নিয়ে বিজেপির দিকে আঙুলতুলে বলেছেন, ‘‘বিজেপিই এ সব আমদানি করেছে। তৃণমূলে এ সব হয় না।’’

তবে ‘গোলি মারো..’ স্লোগান নিয়ে মিছিলে উপস্থিত শীর্ষস্থানীয় নেতাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাত পর্যন্ত যোগাযোগ করা যায়নি সংশ্লিষ্ট দুই মন্ত্রীর সঙ্গেও।

Advertisement

এ দিকে সোমবারের মিছিলের গোলমাল ও মঙ্গলবার খেজুরিতে বিজেপির সভা ঘিরে অশান্তি নিয়ে অভিযোগ জানাতে এ দিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মুকুল রায়। পরে তিনি বলেন, ‘‘রাজ্যে ৩৫৬ ধারা জারি ছাড়া উপায় নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement