Calcutta High Court

গল্ফগ্রিনে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় থানার সিসিটিভি ফুটেজ ডিজিকে পাঠাতে নির্দেশ হাই কোর্টের

বিজেপি কর্মী দীপঙ্করের মৃত্যুতে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি জানিয়েছে নিহতের পরিবার। এ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। আগামী ২১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৬
Share:

আগামী ২১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ফাইল চিত্র।

বিজেপি কর্মী দীপঙ্কর সাহার মৃত্যুর ঘটনায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়কে গল্ফগ্রিন থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে থানার সিসিটিভি ফুটেজ পাঠাতে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই সঙ্গে ওই সময়ের মধ্যে কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

পাশাপাশি, এই মামলায় আগামী সাত দিনের মধ্যে রাজ্যের গঠিত সিটকে ভিসেরা রিপোর্ট দিতে সিএফএসএল কলকাতাকে নির্দেশ দিয়েছে আদালত। এ ছাড়া ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ডিং দিতে হবে দীপঙ্করের পরিবার তথা মামলাকারীকে। আগামী ২১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

বিজেপি কর্মী দীপঙ্করের মৃত্যুতে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি জানিয়েছে নিহতের পরিবার। এ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। তাঁদের বক্তব্য, গল্ফগ্রিন থানার সব সিসিটিভি ফুটেজ হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে।

Advertisement

প্রসঙ্গত, মাসখানেক আগে দীপঙ্করের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, থানার মধ্যেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে দীপঙ্করকে। অভিযোগ, গত ৩১ জুলাই দুপুরে দীপঙ্করকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান গল্ফগ্রিন থানার এক কনস্টেবল এবং এক সিভিক ভলান্টিয়ার। কেন নিয়ে যাওয়া হচ্ছে, তা জানানো হয়নি। পরে দীপঙ্করকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় সে সময় গল্ফগ্রিন থানার তিন পুলিশকর্মীকে ক্লোজ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল। পরিবারের দাবি, দীপঙ্কর সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। তাঁর ভাই রাজীবও রাজনীতির সঙ্গে যুক্ত।

এই অভিযোগ নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন দীপঙ্করের ভাই রাজীব সাহা। সেই মামলাতেই বৃহস্পতিবার এই নির্দেশ দিল হাই কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement