রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। —ফাইল ছবি
ধীর গতিতে বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্ত করার অভিযোগ উঠল সিবিআই ও ইডির বিরুদ্ধে।
শুক্রবার বিচারভবনে সিবিআইয়ের বিশেষ আদালতে রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর জামিনের আবেদন করেন আইনজীবী বিপ্লব গোস্বামী। তিনি বলেন, "গৌতমের বিরুদ্ধে ২০১৫ এবং ২০১৮ সালে দু’টি মামলা দায়ের হয়েছিল। ২০১৫-র মামলায় গৌতমের জামিন মঞ্জুর হয়েছে। পিএমএলএ (প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট)-তে সর্বোচ্চ শাস্তি সাত বছরের জেল। ২০১৮-র মামলায় ইতিমধ্যেই সাড়ে পাঁচ বছর জেলে রয়েছেন গৌতম। তাঁর জামিন মঞ্জুর করা হোক।’’
জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, "দু’টি মামলার তদন্ত এখনও চলছে। জামিন হলে তদন্ত ব্যাহত হবে।" বিচারক ৫ ডিসেম্বর জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। এ দিন রোজ ভ্যালির অন্যতম ডিরেক্টর তথা গৌতমের স্ত্রী শুভ্রা আদালতে হাজিরা দিয়েছেন বলে সূত্রের খবর। শুভ্রা ইডি ও সিবিআইয়ের মামলায় জামিনে রয়েছেন।