Medical Negligence in Medica Hospital

অস্ত্রোপচারের পর বুকের ভিতরেই থেকে গেল গজ! কলকাতার হাসপাতালে গাফিলতি, জরিমানা

গত অগস্টে হাসপাতালের গাফিলতি সংক্রান্ত অভিযোগ জমা পড়ে রাজ্য স্বাস্থ্য কমিশনে। এক রোগীর বুকে অস্ত্রোপচারের পর গজ ভিতরেই থেকে গিয়েছিল বলে অভিযোগ। পরে এসএসকেএমে আবার অস্ত্রোপচার হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:৪২
Share:

কলকাতার হাসপাতালে অস্ত্রোপচারে গাফিলতির অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার মেডিকা হাসপাতালে অস্ত্রোপচারের সময়ে গাফিলতির অভিযোগ। রোগীর বুকের ভিতরেই থেকে গেল গজ! পরে এসএসকেএম হাসপাতালে আবার অস্ত্রোপচার করে ওই গজ বার করা হয়েছে। এই ঘটনায় রোগীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। মেডিকা কর্তৃপক্ষকেই ওই ক্ষতিপূরণের টাকা দিতে হবে।

Advertisement

স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানান, গত বছরের অগস্ট মাসে হাসপাতালের গাফিলতি সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল। সেই অনুযায়ী ২৯ অগস্ট প্রথম শুনানি হয় স্বাস্থ্য কমিশনে। রোগীর অভিযোগ ছিল, মেডিকায় অস্ত্রোপচারের পর তাঁর বুকে সমস্যা থেকে যায়। হাসপাতালে তা জানানো হলেও তাঁর অভিযোগকে প্রথমে গুরুত্বই দেননি কর্তৃপক্ষ। পরে রোগীর বুকের এক্স রে করে দেখা যায়, সেখানে একটি গজ রয়ে গিয়েছে। অভিযোগ, তার পরেও অসহযোগিতা করেন কর্তৃপক্ষ।

রোগীর অভিযোগ, হাসপাতাল থেকে তাঁকে জানানো হয়, গজ সরাতে আরও এক বার অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু তার খরচ বহন করতে হবে রোগীর পরিবারকেই। স্বাস্থ্যসাথী বা কোনও মেডিক্লেমের সুবিধা এ ক্ষেত্রে পাওয়া যাবে না বলেও তাঁদের জানানো হয়। রোগীর পরিবার এতে রাজি হয়নি। তাঁদের বক্তব্য, হাসপাতালের গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাই পরের অস্ত্রোপচারটি বিনামূল্যে করতে হবে। এর পর তাঁরা এসএসকেএম হাসপাতালে যান এবং সেখানে অস্ত্রোপচার হয়। রোগী আপাতত সুস্থ আছেন।

Advertisement

অসীম বলেন,‘‘এই ঘটনায় আমরা মেডিকাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছি। এই ধরনের ভুল হতেই পারে। কারণ সকলেই মানুষ। তবে ডাক্তারদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।’’ রোগীর পরিবার এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন। কিন্তু সেই দাবি যুক্তিগ্রাহ্য বলে মনে হয়নি কমিশনের। ২৯ অগস্ট এবং ২৯ নভেম্বর, দু’দিন এই সংক্রান্ত শুনানির পর মেডিকাকে জরিমানা দিতে বলা হয়েছে।

মেডিকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, এই ধরনের নির্দেশ হয়েছে বলে তাঁরা শুনেছেন। কিন্তু নির্দেশের কপি হাতে পাননি। ওই সংক্রান্ত নথি দেখে এ বিষয়ে মন্তব্য করবেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement