India vs England

ইডেনে খেলার আশায় ছিলেন শামি, ম্যাচের আগে সমাজমাধ্যমে কী বার্তা দিয়েছিলেন?

আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ শামির প্রত্যাবর্তন নিয়ে আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। আশায় ছিলেন বাংলার জোরে বোলার নিজেও। সমর্থকদের একটি বার্তাও দিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:৩৭
Share:

মহম্মদ শামি। ছবি: এক্স (টুইটার)।

মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন মহম্মদ শামি। বুধবার ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরুর সাত ঘণ্টা আগে সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের বার্তাও দিয়েছিলেন। যদিও এ দিন ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি বাংলার জোরে বোলারের।

Advertisement

গত এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে ভারতীয় দলের বাইরে শামি। গোড়ালির অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরেছেন গত নভেম্বরে। বাংলার হয়ে রঞ্জি ট্রফি, বিজয় হজারে ট্রফির ম্যাচ খেলেও যাওয়া হয়নি অস্ট্রেলিয়ায়। পাঁচ দিনের ক্রিকেটের ধকল নেওয়ার মতো ফিটনেস না থাকায় এবং নতুন করে বাঁ পায়ের হাঁটু ফুলে যাওয়ায় শামিকে বর্ডার-গাওস্কর ট্রফির জন্য অস্ট্রেলিয়ায় পাঠাতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শামি রয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। আশা করা হয়েছিল, ঘরের মাঠ ইডেনেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে তাঁর। শামি নিজেও হয়তো আশাবাদী ছিলেন। বুধবার সমাজমাধ্যমে নিজের ১১ নম্বর জার্সি, নতুন জুতো, সাদা বলের ছবি দিয়ে শামি লেখেন, ‘‘মহম্মদ শামি আবার নীল রঙে ফিরছে।’’

Advertisement

আশায় থাকলেও প্রিয় ইডেনে ফেরা হল না শামির। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষা আরও বাড়ল। জস বাটলারের দলের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কেন খেলানো হল না শামিকে? টসের পর কোনও ব্যাখ্যা দেননি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement