নেতাজি সুভাষচন্দ্র বসু নতুন দল গঠনের সময়ে যে পতাকা ব্যবহার করেছিলেন, সেই ঝান্ডাতেই আবার ফেরত যেতে চায় ফরওয়ার্ড ব্লক। দলের এখনকার পতাকায় বাঘের পাশাপাশিই লাল জমিতে কাস্তে-হাতুড়ি আঁকা আছে। যা পুরনো পতাকায় ছিল না। বাঘ সংবলিত পুরনো পতাকা ফিরিয়ে আনার দাবি উঠেছে দলের অন্দরে। সেই সঙ্গেই দল যে ব্যাকরণ মেনে চলে, সেই গঠনতন্ত্রেও পরিবর্তনের পরিকল্পনা হয়েছে। সদ্যসমাপ্ত পার্টি কংগ্রেসের পরে ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেছেন, ‘‘আমরা জাতীয়তাবাদী, সমাজতান্ত্রিক দল। অন্যান্য কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের ফারাক আছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমাদের গঠনতন্ত্রও সংশোধন করতে হবে।’’ ঠিক হয়েছে, দলের কেন্দ্রীয় কমিটি একটি খসড়া তৈরি করে পাঠাবে সব রাজ্য শাখার কাছে। তাদের মতামত নিয়ে লোকসভা ভোটের পরে দলের জাতীয় কাউন্সিল অধিবেশন ডেকে পতাকা ও গঠনতন্ত্র পরিবর্তনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।