RT-PCR tests

Covid 19: দু’টি টিকা নিলে রাজ্যে আসা বিমানযাত্রীদের লাগবে না কোভিড নেগেটিভ রিপোর্ট

আগে বলা হয়েছিল রাজ্যে যে সব বিমানযাত্রী আসবেন টিকার শংসাপত্র দেখাতে হবে তাঁদের। অথবা আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১১:৩৩
Share:

—ফাইল চিত্র।

দু’টি টিকা নেওয়া থাকলেই যথেষ্ট। লাগবে না আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। পশ্চিমবঙ্গে আসা বিমানযাত্রীদের জন্য মঙ্গলবার নয়া নির্দেশিকা ঘোষণা করল রাজ্য সরকার। নয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা দু’টি টিকাই নিয়েছেন তাঁরা, সেই শংসাপত্র দেখালেই ছাড়পত্র মিলবে।

Advertisement

বাইরে থেকে আসা বিমানযাত্রীদের জন্য সোমবার একটি নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। অসামরিক বিমান পরিবহণ সচিব পিএস খারোলাকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্যসচিব বীপী গোপালিকা জানান, রাজ্যে যে সব বিমানযাত্রী আসবেন টিকার শংসাপত্র দেখাতে হবে তাঁদের। অথবা আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। বিমানে ওঠার সময়ই যাত্রীদের এই শংসাপত্র অথবা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে বলে ওই চিঠিতে জানানো হয়। আরও বলা হয়েছিল, বিমান ছাড়ার ৭২ ঘণ্টা আগের হাতে থাকতে হবে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট। সমস্ত বাণিজ্যিক এবং অবাণিজ্যিক বিমানের যাত্রীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে চিঠিতে জানানো হয়েছিল।

সেই নির্দেশিকার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য সরকারের তরফে ফের জানানো হল, বিমানযাত্রীদের দু’টি টিকা নেওয়া থাকলে সেই শংসাপত্রই যথেষ্ট। দেখাতে হবে না আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement