ফাইল ছবি।
রাজ্যের সমস্ত কলেজে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালানো হবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে। উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর ফলে বাড়িতে বসেই কোনও পড়ুয়া কলেজে আবেদন করতে পারবেন।
এ বছরই কেন্দ্রীয় ভাবে স্নাতক স্তরে ভর্তির জন্য চালু হয়ে যাচ্ছে অনলাইন প্রক্রিয়া। এ জন্য তৈরি করা হবে একটি পোর্টাল। সেই পোর্টাল মারফতই পড়ুয়ারা পছন্দের কলেজে ভর্তির আবেদন করবেন। বৃহস্পতিবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন ব্রাত্য। সেখানেই শিক্ষামন্ত্রী জানান, কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির ব্যাপারে মুখ্যমন্ত্রীর সম্মতি মিলেছে। এ বছর থেকেই তা চালু করে দিতে চায় সরকার। উপস্থিত উপাচার্যরাও রাজ্যের এই সিদ্ধান্তে সহমত হয়েছেন। ব্রাত্য বলেন, ‘‘স্বচ্ছতার স্বার্থেই অনলাইন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।’’
এর আগে বর্ধমান বিশ্ববিদ্যালয় এই পদ্ধতি চালু করেছিল। এ বার রাজ্য জুড়ে একই প্রক্রিয়ায় স্নাতক স্তরে ভর্তি হবে। এর ফলে কোনও পড়ুয়াকে কলেজে এসে ফর্ম নিতে বা জমা দিতে হবে না, থাকবে না স্বজনপোষণের সুযোগ।