West Bengal Panchayat Election 2023

৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে কোন জেলায় কত সংখ্যায় মোতায়েন করা হবে, জানাল শাহের মন্ত্রক

৩ জুলাই বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানো নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় শাহের মন্ত্রক। এ বার সেই বাহিনী কোন জেলায় কত সংখ্যায় মোতায়েন করা হবে, তা জানাল কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৬:৫২
Share:

কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশিকা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। — ফাইল চিত্র।

কলকাতা হাই কোর্টের নির্দেশে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার কথা ভোটমুখী পশ্চিমবঙ্গে। ৩৩৭ কোম্পানি বাহিনী এসে গিয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগেই ঘোষণা করেছিল, বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। সেই বাহিনী কোথায়, কী ভাবে, কত সংখ্যায় মোতায়েন করা হবে, তা চিঠি দিয়ে এ বার জানাল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য যে কেন্দ্রীয় বাহিনী আসছে, তাদের কোথায়, কী ভাবে মোতায়েন করা হবে, তা দেখছেন আইজি (বিএসএফ)। তাঁকেই চিঠি দিয়ে জানানো হল, কোন জেলায় কত বাহিনী মোতায়েন করা হবে।

Advertisement

আইজি-কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে আলিপুরদুয়ারে ১০, বাঁকুড়ায় ১৬, বীরভূমে ২০, কোচবিহারে ১৬, দক্ষিণ দিনাজপুরে ৯, দার্জিলিঙে ৪, হুগলিতে ৩৮, হাওড়ায় ২৯, জলপাইগুড়িতে ১১, ঝাড়গ্রামে ৩, মালদহে ২৩, মুর্শিদাবাদে ৪৭, নদিয়ায় ৩৩, উত্তর ২৪ পরগনায় ৩৬, পশ্চিম বর্ধমানে ৫, পশ্চিম মেদিনীপুরে ৩২, পূর্ব বর্ধমানে ৩৩, পূর্ব মেদিনীপুরে ৩৬, পুরুলিয়ায় ১১, দক্ষিণ ২৪ পরগনায় ৫৮, উত্তর দিনাজপুরে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর দাবিতে প্রথম থেকে সরব ছিল বিরোধীরা। বিষয়টি গড়ায় আদালতে। এ নিয়ে আইনি লড়াইয়ে শামিল হয় রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টও। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কমিশন। হাই কোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। তার পরেই বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠায় কমিশন। অন্তত কেন্দ্রীয় বাহিনীর ৮২ হাজার জওয়ান মোতায়েনের নির্দেশ দেয় আদালত। প্রথমে ২২ কোম্পানি এবং পরে আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি দেয় কেন্দ্র। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানো নিয়ে বেশ কিছু দিন ‘নীরব’ ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই পরিস্থিতিতে পর্যাপ্ত বাহিনী না থাকায় দফা বৃদ্ধির আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একই দাবিতে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেই আবহে ৩ জুলাই বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানো নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় শাহের মন্ত্রক। এ বার সেই বাহিনী কোন জেলায় কত সংখ্যায় মোতায়েন করা হবে, তা জানাল কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement