Bangladesh Protest

বাংলাদেশের ছাত্রদের সমর্থনে শহরে মিছিল

এসইউসি, সিপিআই (এম-এল) লিবারেশন, সিপিআই এবং আরএসপি-র ছাত্র সংগঠন যথাক্রমে এআইডিএসও, আইসা, এআইএসএফ এবং পিএসইউ-র ডাকে এ দিন রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ০৮:২৭
Share:

বাংলাদেশের আন্দোলনের সমর্থনে ‘সংহতি মিছিল’। কলকাতায়। —নিজস্ব চিত্র।

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং সেখানকার পড়ুয়াদের উপরে সরকারের ‘দমন-পীড়নের’ প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল চারটি বামপন্থী ছাত্র সংগঠন। এসইউসি, সিপিআই (এম-এল) লিবারেশন, সিপিআই এবং আরএসপি-র ছাত্র সংগঠন যথাক্রমে এআইডিএসও, আইসা, এআইএসএফ এবং পিএসইউ-র ডাকে এ দিন রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হয়। বাংলাদেশ লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের পুলিশ আটকালে ধস্তাধস্তি বাধে। সেখানেই বিক্ষোভ সভা করে সংগঠনগুলি। সভায় বক্তৃতা করেছেন পিএসইউ-এর সাধারণ সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লা, এআইডিএসও-র রাজ্য সভাপতি মণিশঙ্কর পট্টনায়ক, এআইএসএফ নেতা প্রীতম দাস এবং আইসা-র তিয়াসা। সংগঠনগুলির চার সদস্যের প্রতিনিধি দল হাই কমিশনে দাবিপত্রও জমা দিয়েছে। প্রসঙ্গত, এর আগেও একই বিষয়কে সামনে রেখে ছাত্র সংগঠনের মিছিলে বাধা দিয়েছিল পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement