K Chandru

SFI: সামাজিক ন্যায়ের বার্তা নিয়ে শহরে চন্দ্রু

বাম ছাত্র রাজনীতি করার সুবাদে বি আর অম্বেডকরের ভাবনা-চিন্তা বুঝতে তাঁর সুবিধা হয়েছিল, সে কথা আগেই বলেছেন চন্দ্রু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ০৮:২৭
Share:

কলকাতায় এসএইআই-এর ‘কনসার্ট অব হারমনি’-তে প্রাক্তন বিচারপতি কে চন্দ্রু

কলকাতায় এসে সামাজিক ন্যায় ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াইয়ের বার্তা দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি কে চন্দ্রু। আইনজীবী হিসেবে তাঁর নিজের লড়াইয়ের কাহিনির উপরেই সম্প্রতি তৈরি হয়েছে ‘জয় ভীম’ ছবিটি। বাম ছাত্র রাজনীতি করার সুবাদে বি আর অম্বেডকরের ভাবনা-চিন্তা বুঝতে তাঁর সুবিধা হয়েছিল, সে কথা আগেই বলেছেন চন্দ্রু। অম্বেডকরের মৃত্যুদিনে সোমবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে এসএফআই রাজ্য কমিটির উদ্যোগে ‘কনসার্ট অফ হারমোনি’ অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা ছিলেন চন্দ্রু। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই এবং ঘৃণার বিপরীতে সম্প্রীতির কথা বলেন এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস ও রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘ইচ্ছেমতো’র নাটকও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement