রামুয়ার ফ্ল্যাটে ঢুকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। —ফাইল চিত্র।
রামুয়া খুনের জট বৃহস্পতিবারও কাটল না। ওই ঘটনায় এখনও অধরা খুনি। তবে এ দিন রামুয়ার ফ্ল্যাটে যায় তিন সদস্যের ফরেন্সিক বিশেষজ্ঞের দল।
পুলিশ সূত্রের খবর, রবিবার গভীর রাতে খুনের পর থেকেই সোদপুরের অমরাবতীতে রামুয়ার ফ্ল্যাট তালা বন্ধ রেখেছিলেন তদন্তকারীরা। ফলে হাত-পায়ের ছাপ এবং অন্য কোনও নমুনাই নষ্ট হয়নি বলে দাবি পুলিশের। এ দিন ওই ঘরে ঢুকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। ঘটনার দিন রামুয়া যে বালিশে শুয়েছিল সেটি বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। কারণ যে বুলেটে রামুয়ার মাথা এফোঁড় ওফোঁড় হয়েছিল, তা এখনও উদ্ধার হয়নি। বালিশের ভিতর সেটি ঢুকে আছে কি না পরীক্ষা করে দেখবেন তাঁরা।
রামুয়ার মোবাইলের কললিস্ট খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কলকাতা ও হাওড়ার অনেকের সঙ্গেই তার নিয়মিত কথা হত। তাদের সম্পর্কে জানতে খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।