ফাইল চিত্র।
সিপিএমের সঙ্গে জোট করার প্রশ্নে কংগ্রেসকে ফের খোঁচা দিল তৃণমূল। বৃহস্পতিবার মুর্শিদাবাদে তৃণমূলের নেতাকর্মীদের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “যে একুশে জুলাইয়ে কংগ্রেস কর্মীরা সিপিএমের হাতে মার খেয়ে জীবন দিলেন, আজ সেই কংগ্রেস সিপিএমের হাত ধরে বাংলা চিনতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় সে দিন যদি তৃণমূল না তৈরি করতেন, তা হলে এই কংগ্রেস দল করার লজ্জায় এক ঘটি জলে আমাদের ডুবে মরতে হত।” রাজ্যে কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীর নাম না করে ফিরহাদ বলেন, “এখন একটা টিমটিম করছে সেটাও যাবে।” অধীর বলেন, “যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দম থাকে তা হলে আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াক। আমি চ্যালেঞ্জ করছি হেরে গেলে রাজনীতি করা ছেড়ে দেব। দু’বছর আগেই এই কথা বলে রাখলাম।” এ দিন মুর্শিদাবাদ পুরসভার তিন জন বিজেপি কাউন্সিলর দল বদল করে তৃণমূলে গেলেন। বিজেপির দাবি, শাসকদলের ভয়ে ওঁরা শিবির বদলেছেন। তৃণমূল নেতৃত্ব তা অস্বীকার করেছে। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, “এক জন চলে গিয়েছেন ওদিকে। স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী হবেন। এখন ডিপ্রেশনে ভুগছেন। ওর এক পরিচিতকে বলেছি একটু মনোবিদ দেখাও।’’ বিজেপি সেই মন্তব্য হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে।