Fire Incident

কাপড়ের গোডাউনে আগুন মহেশতলায়, ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন

স্থানীয় সূত্রে খবর, ভোর সাড়ে ৪টা নাগাদ গোডাউনের দোতলায় হঠাৎ আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ০৮:৩৬
Share:

কাপড়ের গোডাউনে আগুন। নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার ভোরে কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন। এই ঘটনাটি মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কৃষ্ণনগর এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে খবর, ভোর সাড়ে ৪টা নাগাদ গোডাউনের দোতলায় হঠাৎ আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

Advertisement

দমকল সূত্রে খবর, গোডাউনের যে অংশে আগুন লেগেছে সেখানে প্রচুর পরিমাণে কাপড় মজুত করা ছিল। আগুন লাগায় সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে মহেশতলা থানার পুলিশও। পুজোর আগে গোডাউনে আগুন লাগায় কপালে হাত কাপড় ব্যবসায়ীদের। কাপড়ের ব্যবসায় চরম ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement