Fire

ভোটের মুখে ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গুলি

পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ১২:১১
Share:

উদ্ধার হওয়া বিষ্ফোরক। নিজস্ব চিত্র।

আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, বারুদ ও বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে। সোমবার রাতে বারুইপুরের ডিএসপি ক্রাইমের নেতৃত্বে ভাঙড়ের সিতুড়িতে আইএসএফ কর্মী জিয়ারুল মোল্লা ওরফে ঝন্টুর বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী। জিয়ারুল ফেরার হলেও তাঁর বাবা জলিলকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে ওই বাড়িতে বিস্ফোরক মজুতের খবর মিলেছিল। সেই অনুযায়ী অভিযান চালানো হয়। উদ্ধার হয়েছে, একটি আগ্নেয়াস্ত্র। এ ছাড়া প্রচুর বোমা তৈরির মশলা, বিস্ফোরক এবং গুলি পাওয়া গিয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

Advertisement

তবে জিয়ারুলের পরিবারের অভিযোগ, আইএসএফ সমর্থক হওয়ায় তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। জলিল বলেন, ‘‘আমার ছেলে আব্বাস সিদ্দিকীর দল করায় একাধিক বার হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতারা। এমনকি, প্রাণনাশেরও হুমকিও দেওয়া হয়। এ বার মিথ্যে অভিযোগে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।’’ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ দু’পক্ষই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement