ফাইল ছবি।
কয়লাপাচার কাণ্ডে সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের একটি থানায় দায়ের হল এফআইআর। সাক্ষী হিসেবে এক ব্যক্তিকে ডেকে নিয়ে গিয়ে হুমকি দিয়ে নিজেদের দাবিমতো বয়ান দেওয়ানোর অভিযোগ।
ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায় সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করেছেন জনৈক হাইবার আখান। তাঁর অভিযোগ, সাক্ষী হিসেবে নোটিস দিয়ে তাঁকে ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে। সেখানে জিজ্ঞাসাবাদের নামে তাঁকে হুমকি দেন উমেশ-সহ অন্যান্য সিবিআই আধিকারিক। ওই ব্যক্তির আরও অভিযোগ, সিবিআই আধিকারিকদের দাবি মতো বয়ান রেকর্ড করানোর জন্যও চাপ দেওয়া হয়। ওই ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষ্ণুপুর থানার পুলিশ একাধিক ধারায় উমেশ-সহ সিবিআই তদন্তকারীদের বিরুদ্ধে এফআইআর করেন।
পুলিশ সূত্রে খবর, সিআইডি এফআইআরের নথি সংগ্রহ করেছে। কথা বলা হচ্ছে অভিযোগকারীর সঙ্গেও।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।