Suvendu Adhikari

ত্রিপল লুঠের অভিযোগে জড়াল শুভেন্দু ও সৌমেন্দুর নাম

শুধু শুভেন্দুই নয়, ত্রাণ-সামগ্রী চুরির অভিযোগ উঠেছে শুভেন্দুর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন পৌরপ্রধান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১৬:২৯
Share:

শুভেন্দু অধিকারী।

Advertisement

ত্রিপল লুঠের অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুধু শুভেন্দুই নয়, ত্রাণ-সামগ্রী লুঠের অভিযোগ উঠেছে শুভেন্দুর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন পৌরপ্রধান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধেও। থানায় দায়ের হওয়া অভিযোগে বলা হয়েছে, গোটা ঘটনায় জড়িয়ে আছেন পুরসভার ২ সরকারি কর্মচারীও।

গত মঙ্গলবার কাঁথি থানায় ওই অভিযোগ দায়ের করেছেন কাঁথি পুরসভার পৌর প্রশাসক বোর্ডের সদস্য রত্নদ্বীপ মান্না। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর নির্দেশেই গত ২৯ মে অর্থাৎ শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পুরসভার গুদামে একটি ছোট লরিতে করে ৪-৫ জন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান এসে ত্রাণের জন্য রাখা প্রায় লক্ষাধিক টাকার ত্রিপল লুঠ করে পালান। এবং এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে সব রকম ভাবে সাহায্য করেন পুরসভার ২ কর্মচারী, হিমাংশু মান্না এবং প্রতাপ দে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে রত্নদ্বীপ মান্না জানান, লুঠের ব্যাপারে পুরসভার ওই ২ কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা আমতা আমতা করে বলেন, শুভেন্দু এবং সৌমেন্দু অধিকারীর নির্দেশেই তাঁরা ওই কাজ করেছেন।

Advertisement

ইতিমধ্যেই সেচ দফতরে দুর্নীতির অভিযোগ উঠেছে ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ রাখাল বেরা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেচ দফতরে সরকারি চাকরি দেওয়ার নামে বহু লোকের টাকা আত্মসাৎ করেছেন রাখাল, এমনই অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সেচ দফতরের মন্ত্রী ছিলেন শুভেন্দু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement