Farmers Protest

Farmers' Protest: ৯ অগস্ট পথে কৃষক প্রতিবাদ

কৃষকদের সমর্থনে শুক্রবারই রাজধানীর যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করেন বিরোধী সাংসদেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০৭:০৬
Share:

—ফাইল চিত্র।

এ বার ৯ অগস্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তির দিনে মোদী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী রাস্তায় নামছে কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটি। কৃষকদের সমর্থনে শুক্রবারই রাজধানীর যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করেন বিরোধী সাংসদেরা। দিল্লিতে দীর্ঘ কয়েক মাস জুড়ে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে, তারই অংশ হিসেবে আগামী ৯ আগস্ট ‘কর্পোরেট কোম্পানিগুলো ভারত ছাড়ো’ শীর্ষক কর্মসূচি পালিত হবে। ‘কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার মৌলালি মোড়ে কেন্দ্রীয় ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও, জেলায় জেলায় বিভিন্ন ব্লকে, মহকুমায় পথে নামবে সমন্বয় কমিটি। এই প্রতিবাদে শামিল হওয়ার জন্য ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনগুলোর কাছে সমন্বয় কমিটির তরফে আহ্বান জানিয়েছেন অমল হালদার, কার্তিক পালেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement