Farmers Protest

এ রাজ্যেও আন্দোলনে কৃষকরা, বুধবার কলকাতায় সভা, রাজ্যপালকে দাবিপত্র

বুধবার ‘রাজভবন চলো’ অভিযানের ডাক দিল ‘অখিল ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি’ (এআইকেএসসিসি)। রানি রাসমণি অ্যাভিনিউয়ে একটি সভাও হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ২০:০১
Share:

আন্দোলনে কৃষকরা।

কেন্দ্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পরেও দিল্লির সীমানায় কৃষক আন্দোলন অব্য়াহত। আজ সোমবারও অনশনে শামিল হয়েছেন আন্দোলনকারী কৃষকরা। সেই আন্দোলনের ঢেউ এ বার এ রাজ্যেও। ১৬ ডিসেম্বর বুধবার ‘রাজভবন চলো’ অভিযানের ডাক দিল ‘অখিল ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি’ (এআইকেএসসিসি)। ওই দিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে একটি প্রকাশ্য সভাও করবে সংগঠন।

Advertisement

সারা ভারতের প্রায় ২৫০ কৃষক সংগঠনের যৌথ মঞ্চ এআইকেএসসিসি। তার মধ্য়ে এ রাজ্যের রয়েছে ২১টি সংগঠন। দিল্লির আন্দোলনেও যোগ দিয়েছে এই সংগঠন। দিল্লির আন্দোলনে সমর্থন জানাতে এ বার এ রাজ্যেও আন্দোলন কর্মসূচি ঘোষণা করল সংগঠনের পশ্চিমবঙ্গ শাখা। বুধবারের কর্মসূচির প্রসঙ্গে সংগঠনের সদস্যরা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বুধবার শিয়ালদহ ও হাওড়া স্টেশনে জমায়েত করবেন কৃষকরা। সেখান থেকে মিছিল করে রানি রাসমণি রোডে প্রকাশ্য সভায় যোগ দেবেন তাঁরা। ওই সভা থেকেই সংগঠনের কয়েকজন প্রতিনিধি রাজভবনে গিয়ে রাজ্য়পালকে দাবিপত্র তুলে দেবেন তাঁরা।

এআইকেএসসিসির পশ্চিমবঙ্গ শাখার সাংগঠনিক সম্পাদক অভীক সাহা বলেন, ‘‘আমাদের দাবি মূলত দু’দফা। প্রথম দফা কেন্দ্রের নয়া তিনটি কৃষক আইন প্রত্যাহার। দ্বিতীয় দফায় কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা। সেই দাবিতেই রাজ্যব্যাপী কৃষকরা আন্দোলনে নামছেন।’’ দিল্লির কৃষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতেও তাঁদের এই আন্দোলন বলেও জানিয়েছেন অভীক।

Advertisement

আরও পড়ুন: কলকাতা-দিল্লি উড়ান প্রতিদিনই, করোনা আবহে মানতে হবে নিয়ম

আরও পড়ুন: ৪ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা নেত্রীর, অপেক্ষায় নেতা-কর্মীরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement