সহায়ক মূল সংক্রান্ত খসড়া বিল হাতে নিয়ে কৃষক সংগঠনের নেতারা। কলকাতা প্রেস ক্লাব ফাইল চিত্র।
রাজ্যের কৃষকদের জন্য লাভজনক ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে আইন প্রণয়নের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল কৃষক সংগ্রাম সমন্বয় সমিতি। কৃষক সংগঠনগুলির সম্মিলিত মঞ্চ ওই সমন্বয় সমিতির রাজ্য শাখার তরফে প্রস্তুত করা আইনের একটি খসড়াও মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘ দিন ধরেই দেশ জুড়ে আন্দোলনে রয়েছেন কৃষকেরা। সংযুক্ত কিষাণ মোর্চা আগামী ২৭ সেপ্টেম্বর ওই দাবিতে ধর্মঘটেরও ডাক দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা প্রথম থেকেই এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন, সে কথার উল্লেখও রয়েছে সমন্বয় সমিতির চিঠিতে। তবে কলকাতা প্রেস ক্লাবে বৃহস্পতিবার কৃষক সংগঠনগুলির তরফে অভীক সাহা, কার্তিক পাল, তুষার ঘোষ, হাফিজ আলম সৈরানিরা হুঁশিয়ারি দিয়েছেন, বিধানসভায় ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চয়কারী আইন পাশ না হলে বৃহত্তর আন্দোলন হবে। কৃষক নেতারা চিঠিতে লিখেছেন, রাজ্যের জিডিপি’র ২৭%-ই আসে কৃষিক্ষেত্র থেকে। কিন্তু সারা দেশের মতো বাংলার কৃষকেরাও বিনিয়োগ ও ভাল ফলন সত্ত্বেও পর্যাপ্ত আয় করতে পারছেন না। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের অবশ্য বক্তব্য, কৃষকেরা যাতে ফসলের ন্যায্য দাম পান, সে দিকে সব সময়ই নজর রয়েছে মমতার সরকারের।