হিংসার খোঁজ নিতে রাজ্যে আসছে অনুসন্ধানকারী দল

পঞ্চায়েত ভোটে মনোনয়ন থেকে বোর্ড গঠন পর্যন্ত হিংসার অভিযোগ শুনতে রাজ্যে আসছে একটি কেন্দ্রীয় তথ্য অনুসন্ধানকারী দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০৪:৩৮
Share:

প্রতীকী ছবি।

পঞ্চায়েত ভোটে মনোনয়ন থেকে বোর্ড গঠন পর্যন্ত হিংসার অভিযোগ শুনতে রাজ্যে আসছে একটি কেন্দ্রীয় তথ্য অনুসন্ধানকারী দল। ‘সেভ ডেমোক্র্যাসি’র উদ্যোগে ওই দলটি রাজ্য সফর করবে ৬ থেকে ৮ অক্টোবর।

Advertisement

দলের নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি গোপাল গৌড়া, কমিটির বাকি দুই সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন ও পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্যা সাইদা হামিদ। ‘সেভ ডেমোক্র্যাসি’র সভাপতি, প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ও সম্পাদক চঞ্চল চক্রবর্তী জানান, কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে কথা বলবে দলটি।

জেলায় গিয়ে হিংসায় আক্রান্তদের পরিবার ও মনোনয়ন না দিতে পারা প্রার্থীদের সঙ্গেও কথা বলবেন ওই দলের সদস্যেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement