TMC

TMC: ‘বিজেপি এখন শুভেন্দুর পার্টি’, ক্ষোভ উগরে তৃণমূলের পথে হাও়ড়া সদরের প্রাক্তন সভাপতি!

সুরজিৎ জানালেন, তিনি অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করছেন। এ কথার সমর্থন করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৫:৪৫
Share:

বিজেপি-র হাওড়া সদরের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা। —নিজস্ব চিত্র।

দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল। এ বার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলের পথে পা বাড়ালেন বিজেপি-র হাওড়া সদরের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা। বুধবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন, অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করছেন তিনি। এ কথার সমর্থন করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও।

Advertisement

বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সুরজিৎ বলেন, ‘‘দীর্ঘ ২৮ বছর বিজেপি করেছি। তবে সদ্য তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া নেতারা আমাকে অসম্মান করেছেন।’’ তাঁর মন্তব্য, ‘‘ভারতীয় জনতা পার্টি এখন শুভেন্দু অধিকারীর পার্টি হয়ে গিয়েছে!’’

গত ১০ নভেম্বর ছট পুজোর দিনে সুরজিৎ সাহাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল। সে সময় সংবাদমাধ্যমের সামনে তাঁর দাবি ছিল, ‘‘শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে।’’ দলীয় সংগঠনের কয়েক জন নেতার বিরুদ্ধে মুখ খুলেও বিজেপি নেতৃত্বের কোপে পড়েন তিনি।

Advertisement

সুরজিৎ যে বৃহস্পতিবার জো়ড়াফুল শিবিরে আসছেন, তা বলেছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ বিশ্বাসও। বুধবার তিনি বলেন, ‘‘আগামিকাল হাওড়ার শরৎ সদনে দলের একটি অনুষ্ঠানে তৃণমূলে যোগ দেবেন সুরজিৎ সাহা।’’ মন্ত্রীর দাবি, ‘‘তৃণমূলে যোগদানের জন্য কিছু দিন আগে আমার কাছে আবেদন করেছিলেন সুরজিৎবাবু। এ বিষয়ে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েছি। হাওড়া সদরের প্রাক্তন বিজেপি সভাপতি তাঁর অনুগামী-সহ আমাদের দলে যোগদান করবেন।’’

বিজেপি-র দাবি, দলে থাকাকালীনই শাসকদলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সুরজিৎ। বিজেপি হাওড়া (সদর)-এর আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্য বলেন, ‘‘বিজেপি-তে থাকার সময়ই তৃণমূলের সঙ্গে যোগ রেখেছিলেন সুরজিৎ সাহা। এই অভিযোগ আজ প্রমাণিত হল।’’ তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুরজিৎ। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে আমি অনুপ্রাণিত। এ বার মানুষের জন্য আরও ভাল করে কাজ করার সুযোগ পাব।’’

প্রসঙ্গত, কিছু দিন আগে হাওড়া পুরসভার বাম পুরবোর্ডের প্রাক্তন মেয়র তথা সিপিএম নেত্রী মমতা জয়সওয়াল তৃণমূলে যোগদান করেন। এ বার সুরজিতের দলে আসার সম্ভাবনার পর অরূপ বলেন, ‘‘বিরোধী দলের নেতা-নেত্রীরা তৃণমূলে যোগদানে দল আরও শক্তিশালী হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement