স্বরূপ বিশ্বাস। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
প্রায় ১২ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর তল্লাশি। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ আয়কর আধিকারিকদের একটি দল স্বরূপের নিউ আলিপুরের বাড়িটি থেকে বেরিয়েছেন। তাঁদের হাতে বেশ কিছু নথিপত্র ছিল। এখনও কয়েক জন আধিকারিক বাড়িতে রয়েছেন। তাঁরাই তল্লাশি চালাচ্ছেন। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদও করা হচ্ছে পরিবারের লোকেদের।
আয়কর দফতর সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ অরূপের বাড়িতে যান আয়কর দফতরের আধিকারিকেরা। এ ছা়ড়াও কলকাতার আরও চারটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। স্বরূপের বাড়ি ছাড়াও তল্লাশি চলে বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়। তবে বুধবার স্বরূপের বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে, আনুষ্ঠানিক ভাবে তার কারণ জানানো হয়নি। আয়কর দফতরের ওই সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সকালে ‘ইডেন রিয়্যাল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়্যাল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও যান আয়কর আধিকারিকেরা। সংস্থা দু’টির বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এই দুই সংস্থার বিরুদ্ধে চলা তদন্তের সঙ্গে স্বরূপের বাড়িতে হানা দেওয়ার কী সম্পর্ক, তা এখনও স্পষ্ট নয়।
রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ টালিগঞ্জের তৃণমূল বিধায়ক। টালিগঞ্জের সিনেমাপাড়ায় অরূপের যথেষ্ট প্রভাব আছে বলে শোনা যায়। অভিনেতা এবং টেকনিশিয়ানদের সঙ্গে সুসম্পর্কও রয়েছে মন্ত্রীর। অরূপের ভাই স্বরূপ টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথায় রয়েছেন।