West Bengal Government

ইএসআই-এর চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধি! নতুন বছরের আগেই সুখবর দিল রাজ্য সরকার

গোটা রাজ্যে যতগুলি ইএসআই হাসপাতালে রয়েছে, তাতে মোট ৮১৮ জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী কাজ করেন। তাঁদেরই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৭
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাজ্যের ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন বছরের আগেই তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি হচ্ছে তাঁদের।

Advertisement

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর মাসের বেতন হবে বর্ধিত হারেই। আগে তাঁদের বেতন ছিল ১২ হাজার টাকা। এ বার সেই বেতন বেড়ে হচ্ছে ১৫ হাজার টাকা। অর্থাৎ তিন শতাংশ বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাভাবিক ভাবেই এই সিদ্ধান্তে খুশি চুক্তিভিত্তিক কর্মীরা।

রাজ্যের ইএসআই হাসপাতালগুলিতে মোট ৮১৮ জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী কাজ করেন। তাঁদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, ২০১৩ সালে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভাতে পাশ হয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর বিভিন্ন সরকারি দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। সরকারের সেই নির্দেশিকা মতোই বিভিন্ন সরকারি দফতরে গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে। চলতি বছরের রাজ্য বাজেটেই মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছিলেন। এর জন্য চলতি অর্থবর্ষের জন্য ২৯৯ কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement