আজ, শনিবার এবং আগামী কাল রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
কিছুতেই পিছন ছাড়ছে না দুর্যোগ। আবারও নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েক দিন নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভেসেছে উত্তরের জেলাগুলিতে। এ বার বিহারের উপরে অবস্থান করা একটি নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাস্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। এই দুয়ের প্রভাবে আজ, শনিবার এবং আগামী কাল রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলির যেমন জলস্তর বাড়বে, তেমনই দার্জিলিং, কালিম্পং জেলায় ধসের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:‘লাইফ সাপোর্টে থাকা রোগী’, এ বার রাজ্যপালের খোঁচা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে
কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।