মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল। ফাইল চিত্র।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে দিন দুই আগে ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এ বার তাপসের দুই হিসাবরক্ষককে তলব করল ইডি। তাপসের কাছে কিছু নথি পাওয়া গিয়েছে, ইডি-র দাবি। তার পরেই তাঁর দুই কর্মীকে নোটিস দেওয়া হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে ঘুরপথে নিয়োগের মামলায় তৃণমূল বিধায়ক মানিকের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস রাজ্যের বেসরকারি বিএড-ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি। অভিযোগ, বেসরকারি বিএড ও ডিএলএড কলেজে ভর্তির জন্য তিনি পড়ুয়াদের মাথাপিছু পাঁচ হাজার টাকা দিয়েছিলেন মানিককে। বৃহস্পতিবার ইডি-র দফতরে ঢোকার মুখে তাপস সরাসরি সাংবাদিকদের বলেন, তাঁর কাছ থেকে মানিক লোক মারফত প্রায় ২১ কোটি টাকা নেন। শুক্রবার তাঁর বয়ান খানিকটা বদলে যায়। তাপস জানান, তিনি ২০ কোটি ৭৩ লক্ষ টাকা দিয়েছিলেন এবং তা দিয়েছিলেন পর্ষদকে। তদন্তকারীদের মতে, এই টাকা হাতবদলের নথি নিশ্চয়ই তাপসের মহিষবাথানের অফিসে থাকবে। তাই চলতি সপ্তাহে ইডি-র দফতরে তাপসের দুই হিসাবরক্ষককে তলব করা হয়েছে। তাপসের মাধ্যমে ঠিক কত টাকা মানিকের কাছে গিয়েছে, কত জন ছাত্রছাত্রীর জন্য সেই টাকা দেওয়া হয়েছিল, ওই দুই হিসাবরক্ষককে প্রশ্ন করে জানা সম্ভব, মনে করছেন তদন্তকারীরা।
মানিক ইডি-র হেফাজতে থাকাকালীন তাপসের মুখোমুখি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাপসের মহিষবাথানের অফিস, বারাসতের বাড়ি, কলকাতার ভাড়াবাড়ি ও অফিসে তল্লাশিতে বহু নথি উদ্ধার করা হয়।