EIILM-Kolkata

EIILM-Kolkata: ১৬টি ইন্দোনেশীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল ইআইআইএলএম-কলকাতা

২৪ মার্চ মউ স্বাক্ষরের দিন অনলাইনের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ইআইআইএলএম-কলকাতার চেয়ারম্যান তথা ডিরেক্টর আর পি বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ২০:০৬
Share:

—নিজস্ব চিত্র।

ইন্দোনেশিয়ার ১৬টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করল ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট-এর কলকাতা শাখা (ইআইআইএলএম-কলকাতা)। ২৪ মার্চ ওই বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। এ উপলক্ষে ওই দিন অনলাইনে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআইআইএলএম-কলকাতার চেয়ারম্যান তথা ডিরেক্টর আর পি বন্দ্যোপাধ্যায়।

ইন্দোনেশিয়ার ইউনিভারসিতাস মারিফ হাসিম লতিফ (ইউএমএএইচএ), ইউনিভাসিতাস পানকাসাকচি তেগাল-সহ ১৬টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের ফলে এশীয় তথা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে ইআইআইএলএম-কলকাতা। এই চুক্তির ফলে ম্যানেজমেন্ট স্তরের শিক্ষা, গবেষণা-সহ এই ক্ষেত্রের সম্প্রদায়ভুক্তদের পরিষেবা প্রদানের পথ সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

বস্তুত, ১৯৯৫ সাল থেকেই ম্যানেজমেন্ট শিক্ষার জগতে অগ্রগণ্য স্থান রয়েছে ইআইআইএলএম-কলকাতার। উচ্চতর ম্যানেজমেন্ট শিক্ষার প্রসার ছাড়াও এই ক্ষেত্রে সৃজনশীলতাকেও গুরুত্ব দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি, সদাপরিবর্তনশীল বাণিজ্য জগতের সঙ্গে খাপ খাওয়াতে সময়ের সঙ্গে বরাবরই নিজেদের দৃষ্টিভঙ্গির বদল ঘটিয়েছে ইআইআইএলএম-কলকাতা। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পড়ুয়ারা যাতে শিক্ষাজগতের সেরাদের মাঝে জায়গা গড়ে নিতে পারেন, সে দিকেও খেয়াল রাখা হয়েছে।

—নিজস্ব চিত্র।

ইন্দোনেশীয় বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের ফলে ইআইআইএলএম-কলকাতার পড়ুয়ারা যৌথ আন্তর্জাতিক সেমিনার বা কর্মশালায় যোগদান করার সুযোগ পাবেন। পাশাপাশি, গবেষণা এবং প্রকাশনার সুবিধা-সহ স্টু়ডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামেও অংশ নিতে পারবেন তাঁরা। যৌথ ভাবে অনলাইনে পড়াশোনার সুবিধা ছাড়াও রয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের নানা আলোচনায় অংশগ্রহণের সুযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement