Teachers

Quarantine Leave: শিক্ষকদের ‘কোয়রান্টিন লিভ’ নিয়ে ধন্দ মিটল 

করোনা-সহ যে যে সংক্রামক রোগের কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষকদের সেই রোগগুলি হলে সব ক’টির জন্যই এ বার তাঁরা ‘কোয়রান্টিন লিভ’ পাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ০৭:০৯
Share:

ফাইল চিত্র।

করোনা হলে বিচ্ছিন্নবাসের জন্য ছুটির সুবিধা এ বার শিক্ষক, শিক্ষাকর্মীরাও পাবেন। শনিবার শিক্ষা দফতর থেকে নতুন করে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, করোনা-সহ যে যে সংক্রামক রোগের কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষকদের সেই রোগগুলি হলে সব ক’টির জন্যই এ বার তাঁরা ‘কোয়রান্টিন লিভ’ পাবেন। সেই সঙ্গে শিক্ষক বা শিক্ষাকর্মীদের পরিবারের কেউ এই রোগগুলোর দ্বারা আক্রান্ত হলেও শিক্ষকেরা এই ছুটি পাবেন।

Advertisement

এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি শিক্ষামহল। কিছু দিন আগে কোভিডকালীন বিচ্ছিন্নবাস বা কোয়রান্টিন নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দফতর। শিক্ষকদের একাংশের অভিযোগ ছিল, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল শিক্ষকের পরিবারের কারও কোভিড হলে তাঁরা ‘কোয়রান্টিন লিভ’ পাবেন। কিন্তু শিক্ষকদের করোনা হলে নিজেদের বিচ্ছিন্ন রাখতে তাঁরা ছুটি পাবেন কি না সেই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ ছিল না বলে অভিযোগ। ফলে কোনও শিক্ষকের করোনা হলে সেই ছুটি ‘কোয়রান্টিন লিভ’ হিসাবে দিতেও পারছিলেন না প্রধান শিক্ষকরা। প্রধান শিক্ষকেরা জানান, ওই ছুটিকে ‘মেডিক্যাল লিভ’ হিসাবে দেখাতে হচ্ছিল। ফের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশে সমস্যা মিটেছে।

শনিবার ফের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় শিক্ষকদের মতে, এই বিজ্ঞপ্তি প্রকাশের পরে শিক্ষকদের কোয়রান্টিন লিভ পাওয়া নিয়ে আর কোনও সংশয় রইল না। এই বিজ্ঞপ্তিকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। তবে শুধু শিক্ষক ও শিক্ষাকর্মী নয়, কোয়রান্টিন লিভের সুবিধা পার্শ্বশিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধুদেরও প্রাপ্য বলে মনে করেন শিক্ষকদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement