অর্পিতার দু’টি ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য গিয়েছিল ইডি।
কারা আসতেন ফ্ল্যাটে? কখন আসতেন? কত ক্ষণই বা থাকতেন অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ আর বেলঘরিয়ার ফ্ল্যাটে? এ সব প্রশ্নেরই উত্তর পেতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকেরা। তাই শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতার দু’টি ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য গিয়েছিল ইডি।
সূত্রের খবর, টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথ এবং বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। আবাসনে কারা প্রবেশ করছেন, তা নথিভুক্তির খাতাও দেখেছেন তাঁরা। সূত্রের খবর, সোমবারের মধ্যে দুই আবাসনের কর্তৃপক্ষকে সিসিটিভি ফুটেজ এবং নাম নথিভুক্ত করার খাতা জমা করতে বলেছে ইডি।
গত ২২ জুলাই সকালে পার্থের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। তাঁকে জেরা করেই তদন্তকারীরা পৌঁছে যান অর্পিতার টালিগঞ্জের অভিজাত আবাসনে। সেখানে অর্পিতার ফ্ল্যাটে একটি ওয়ারড্রোব থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা, ৭৯ লক্ষ টাকার গয়না, ১৮টি মোবাইল ফোন। গত বুধবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখান থেকে উদ্ধার হয় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। অর্পিতা এবং পার্থ দু’জনেই ৩ অগস্ট পর্যন্ত থাকবেন ইডির হেফাজতে।