Jyotipriya Mallick

খাদ্যের পর ইডির নজরে এ বার বন দফতর! বালুর অরণ্যভবনের অফিসে হানা কেন্দ্রীয় সংস্থার, চলছে তল্লাশি

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত ২৭ অক্টোবর মাঝরাতে ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। তারও আগে গত ১৩ অক্টোবর গভীর রাতে গ্রেফতার করা হয় রেশন মামলার মূল অভিযুক্ত বাকিবুর রহমানকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৪২
Share:

খাদ্য দফতরের পর ইডির নজরে এ বার বন দফতর! মঙ্গলবার দুপুরে রাজ্যের জেলবন্দি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর অরণ্যভবনে হানা দিল ইডি। উল্লেখযোগ্য যে, খাদ্য দফতরের পর বন দফতরের মন্ত্রী হন বালু। দুপুর ১টা নাগাদ বন দফতরের অফিস অরণ্যভবনে পৌঁছন পাঁচ জন ইডির আধিকারিকের একটি দল। ইডি আধিকারিকদের ওই দল অরণ্যভবনে জ্যোতিপ্রিয়ের যে ঘর, সেখানে ঢুকেছেন। অরণ্যভবনের বাকি আধিকারিকদের নিচে নামিয়ে দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।

Advertisement

প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত ২৭ অক্টোবর মাঝরাতে ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। তারও আগে গত ১৩ অক্টোবর গভীর রাতে গ্রেফতার করা হয় রেশন মামলার মূল অভিযুক্ত বাকিবুর রহমানকে। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার ৪৬ দিন পরে আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, রেশন বণ্টন নিয়ে কয়েকশো কোটি টাকার ‘দুর্নীতি’ হয়েছে। তদন্ত চলাকালীন আদালতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অভিযোগ তোলে, নজর এড়াতে ‘দুর্নীতির টাকা’ বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। আর জ্যোতিপ্রিয় ওরফে বালু যাঁদের যাঁদের কাছে টাকা পাঠাতেন, তাঁদের বেশ কয়েক জনকে চাকরি পাইয়ে দিয়েছেন বলেও দাবি করে ইডি। চার্জশিটে দাবি করা হয়েছে, ওই চাকরি প্রাপকদের মধ্যে এক জন বাকিবুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাস। বনমন্ত্রী থাকাকালীন অভিষেককে তাঁর দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন বালু, দাবি করেছে ইডি। যদিও সেই সূত্র ধরেই মঙ্গলবার অরণ্যভবনে ইডির এই হানা কি না, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement