আদালত কক্ষেই ম্যাকবেথ আওড়ালেন ইডির আইনজীবী। গ্রাফিক:- শৌভিক দেবনাথ।
ব্যাঙ্কশাল আদালতের এজলাস তখন উত্তপ্ত। জামিনের আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আকুতি, ‘‘আমায় বাঁচতে দিন।’’ সেই সময়ে ‘বিবেকের ভূমিকা’য় অবতীর্ণ হলেন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি। তাঁর হাতে লাল মোমবাতি। তার পর আদালত কক্ষেই আওড়ালেন শেক্সপিয়রের ম্যাকবেথের বিখ্যাত উক্তি, ‘‘গোটা সাগরের জলও আমার হাতের রক্ত ধুয়ে ফেলতে পারবে না। বরং লাল হয়ে যাবে।’’
সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ জামিনের আবেদন করেন। নিজের অসুস্থতার কথাও বলেন তিনি। সেই সময় ইডির আইনজীবী ফিরোজ জামিনের আর্জির বিরোধিতা করেন। ম্যাকবেথের উক্তি আউড়ে মনে করিয়ে দিতে চান, পার্থের ‘অপরাধ’-এর মাত্রা। এ ক্ষেত্রে তুলনা টানেন ম্যাকবেথের সঙ্গে। শেক্সপিয়রের নাটকে রাজা ডানকানকে খুনের পর ম্যাকবেথের হাতে যে পাপের রক্ত লেগে ছিল, এখন পার্থের হাতেও ততটাই ‘পাপ’ লেগে রয়েছে বলে দাবি করেন তিনি।